বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পোল্ট্রি পালনে আধুনিক প্রযুক্তি ও খামারী জ্ঞান বিনিময় কর্মশালা
পাইকগাছায় পোল্ট্রি পালনে আধুনিক প্রযুক্তি ও খামারী জ্ঞান বিনিময় কর্মশালা
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায পোল্ট্রি পালন বিষয়ে আধুনিক প্রযুক্তি ও খামারী জ্ঞান বিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বোয়ালিয়া হিতামপুরে কথাকলি পোল্ট্রি ফিডের প্রোঃ পিযুষ কুমার সাধু এ কর্মশালা সভাপতিত্বে করেন। নাহার এগ্রো ও কথাকলি পোল্ট্রি ফিডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাহার এগ্রোর বিএসএম মোল্যা নুর আসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু, নাহার এগ্রোর সিনিয়র অফিসার আব্দুল হালিম, ডাঃ বিপ্লব হোসাইন, জাহিদ হোসেন।উপস্থিত ছিলেন খামারী দিলীপ কুন্ড, উত্তম বিশ্বাস,সুদাম সাধু, জিয়া ,আলমগীর, গনেশ প্রমুখ।