বৃহস্পতিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » মোংলায় বন্দরের জায়গা অবৈধ দখলমুক্ত করেছে মোংলা বন্দর কতৃপক্ষ
মোংলায় বন্দরের জায়গা অবৈধ দখলমুক্ত করেছে মোংলা বন্দর কতৃপক্ষ
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
অবৈধ দখলে থাকা মোংলা বন্দরের দিগরাজ এলাকায় অবৈধ জায়গা উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার-এর নেতৃত্বে এই অবৈধ স্হাপনা অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৮/৯ শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় হয় বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান, বন্দর চ্যানেল জাহাজ চলাচলে নৌযান কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ, বন্দর এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। অভিযানের আওতায় আজ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক দিগরাজ এলাকায় ৮/৯ শ দোকান উচ্ছেদ করে অবৈধ দখলমুক্ত করা হয়েছে।