বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » মিডিয়া » খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলের নামকরণ শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলের নামকরণ শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল
এস ডব্লিউ; খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পিতা শেখ আবু নাসেরের নামে এই হলের নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল’। আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন ব্যাংকুয়েট হলটির নাম বুধবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ‘শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল’ নামকরণ করা হয়।
এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ‘তুমি বাংলার ধ্রুবতারা’ নামে বিশেষ স্মরণিকা আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে প্রকাশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সভায় বার্ষিক বনভোজন ও দেশ সফর আয়োজন, উন্নয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এসএম জাহিদ হোসেন, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এসএম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এএইচএম শামিমুজ্জামান ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহ আলম, শেখ মাহমুদ হাসান সোহেল ও শেখ মোঃ সেলিম প্রমুখ।