বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » বহুমূখী কর্মকাণ্ডে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনির্বাণ লাইব্রেরী-এমপি বাবু
বহুমূখী কর্মকাণ্ডে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনির্বাণ লাইব্রেরী-এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে পাইকগাছার মাহমুদকাটী অনির্বাণ লাইব্রেরীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান করেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। এই মূলমন্ত্র প্রধানমন্ত্রী মনে-প্রাণে ধারণ করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, মননশীল জাতি গঠনে লাইব্রেরীর বিকল্প নেই। তবে বেশিরভাগ লাইব্রেরী বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনির্বাণ লাইব্রেরী বহুমূখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল মঙ্গলবার অনির্বান লাইব্রেরির সদস্য অধ্যাপক কার্তিক চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোঃ হায়াতুজ্জামান মুকুল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রভাষক স্বপন কুমার। লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন গনেশ চন্দ্র ভদ্র, সমিরন দে, রহিমা আক্তার সম্পা, প্রভাষক আনিছুর রহমান, গোবিন্দ চন্দ্র বসু, অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, মানিক চন্দ্র ভদ্রসহ ইউনিয়ন আ’লীগের মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, জি এম আব্দুস সাত্তার, আব্দুল হালিম খাঁ ও শেখ হাফিজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, তোহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র মন্ডল, ফরহাদুজ্জামান তুষার, মীর ছদরুল আমিন, মৃগাঙ্ক বিশ্বাস, অনিমেষ মন্ডল, অমরেশ গাইন, রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, মওদুদ আহম্মেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস এবং ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।