রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছার জিরোপয়েন্টে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকালে খুলনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সড়কের উভয় পাশের এক কিলোমিটার জায়গায় এ সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময়ে মাধ্যমিক শিক্ষা সমিতির দ্বিতল ভবন, ডাঃ সুজন কুমার সরকার ও সাইদুর রহমানের এর ভবণের আংশিক, অবৈধভাবে গড়ে উঠা হোটেল, রেস্তরাঁ, চায়ের দোকান সহ সকল স্থাপনা উচ্ছেদ করেন খুলনা সওজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এনিয়ে গত এক বছরে দুইবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময়ে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটয়ারী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিম কাওসার, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, স্থানীয় পুলিশ, সার্ভেয়ার সহ এলাকাবাসী।