বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় গ্রেফতার ২
পাইকগাছায় ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় গ্রেফতার ২
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় যমুনা ফিস ও যমুনা ব্রিক্সের মালিকের নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করার ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ ১৫ দিন ধরে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। গত সোম ও মঙ্গলবার রাতে পৃথক অভিযানে এচক্রের দুই সদস্যকে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। এঘটনায় থানায় চাঁদাবাজী মামলা হয়েছে।
মামলার তদন্তকরী কর্মকর্তা তাকবির হোসাইন জানান, গত ১৮ফেব্রয়ারী উপজেলার কপিলমুনিতে যমুনা ফিস এর মালিক চিত্ত রজ্ঞন মন্ডলের নিকট রাত ১১ টার দিকে ৫/৬ জন অপরিচিত ব্যক্তি একটি চিটি দিয়ে যায় । যমুনা ফিস ও যমুনা ব্রিক্সের মালিক চিত্ত রজ্ঞন চিঠিটি খুলে পড়ে দেখেন তাতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। যদি টাকা না দেয়া হয় তাহলে ছেলেকে অপহরণ করে গুম করা হবে। পরে কয়েকবার মোবাইল ফোনে টাকা দাবী করেছে। এঘটনায় গত সোমবার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানকে জানায় এবং মামলা করেন। থানার অফিসার ইনচার্জ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটকৃতরা হলেন, উপজেলার নাসিরপুরের আক্কাজ আলী সানার পুত্র কামাল হোসেন (৩৭), ও মামুদ কাটির মুনছুর আলীর ছেলে মুনমুন খাঁ (৩২)। তারা প্রাথমিক ভাবে ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর কথা স্বীকার করেছে। অন্যরা পালাতক রয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, তাদেকে বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিসাট্রেট কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তিনি আরো বলেন, উঠতি বয়সের ছেলেদের দিয়ে এ চক্রটি তৈরী হয়েছে। মুনমুনের নামে পাইকগাছা থানায় ধর্ষণসহ আরো তিনটি মামলা রয়েছে। এ চক্রের আন্যদের আটকের জন্য জোর প্রচেষ্টা চলছে।