বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর চুল্লিতে ভ্রাম্যমান আদালতের অভিযান
পাইকগাছায় কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর চুল্লিতে ভ্রাম্যমান আদালতের অভিযান
এস ডব্লিউ; পাইকগাছার চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর চুল্লি গড়ে ওঠায় এবং পরিবেশ বিপর্যয় প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।পাইকগাছায় কাঁঠ পুড়িয়ে পরিবেশ দুষন করে অবৈধ কয়লা তৈরীর চুল্লিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন। বুধবার বিকেলে চাঁদখালীস্থ কপোতাক্ষ নদ ঘেষা ওয়াপদা রাস্তার পাশ্বে গড়ে উঠা কয়লা কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম । ভ্রাম্যমান আদালত কালিদাসপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে এনামুল হক (৩৮) কয়লা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন । এ সময় উপস্থিত ছিলেন,চাদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, আদালতের পেশকার প্রতুল জোয়ারদার সহ সঙ্গীয় ফোর্স ।