বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলা » আশাশুনির কুল্যায় ক্রিকেট টুর্নামেন্টে সুলতান’স চ্যাম্পিয়ন
আশাশুনির কুল্যায় ক্রিকেট টুর্নামেন্টে সুলতান’স চ্যাম্পিয়ন
আশাশুনি : আশাশুনির কুল্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৬ দলীয় সুপারলীগ ক্রিকেট টুর্নামেন্টে কুল্যা সুলতান’স ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বিকালে উপজেলার কুল্যা আশ্রম মাঠে খেলায় টাইগার’স প্রথমে ব্যাড করতে নেমে নির্ধারিত ১২ ওভারের মধ্যে ১১ ওভার সব উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। জবাবে সুলতান’স ক্রিকেট একাদশ ৮ ওভারে ৩ উইকেটে প্রয়োজনীয় রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌর অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রানা ও ম্যান অব দ্যা সিরিজ একই দলের মঠুন। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ইউপি সদস্য আল. আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন, থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম মমিন(পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা সাজ্জাদুল হক টিটল, ফিরোজ আহমেদ জজ, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মু. নুর আলম, সমাজ সেবক এড. দেবাশীষ মুখার্জী, ইসমাইল হোসেন, গৌরপদ কর্মকার, মাসুদ রানা প্রমুখ। ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মিকাইল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় খেলায় আম্পায়ার ছিলেন, রুবেল ও রিপন হোসেন। ধারাভাষ্যে ছিলেন রফিকুল ইসলাম রফিক। বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মুনছুর আলি, আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, হাবিবুল বাশার সহ অর্ধ সহ¯্রাধিক দর্শকবৃন্দ।