বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্কুল কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়ম: পুনঃ তপশীল ঘোষনা
পাইকগাছায় স্কুল কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়ম: পুনঃ তপশীল ঘোষনা
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে প্রচার না করে প্রধান শিক্ষকের মনোনিত লোকদের নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুনঃ তপশীল ঘোষনা করা হয়েছে। ৩০ মার্চ ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস.এম কামরুজ্জামান, তোহিদুজ্জামান রাসেল, এস.এম মুজিবুর রহমান, আব্দুর ওয়াদুদ ও ফাতেমা বেগম নির্বাচিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকার সুধিজনদের মধ্যে ব্যপক ক্ষোপের সৃষ্টি হয়। বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার লোকজনদের নির্বাচনের বিষয়ে না জানিয়ে প্রধান শিক্ষকের মনোনিত লোক নির্বাচিত করায় অভিভাবকরা ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে পূর্বের তপশীল বাতিল করে পুনঃ তপশীল ঘোষনা করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার বলেন, কোরাম পুরন না হওয়ায় পুনঃ তপশীল ঘোষনা করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিচুর রহমান মুক্ত বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়ে আমাকে কোন কিছু না জানিয়ে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।অভিভাবকরা আমাকে জানানোর পর আমি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। বিদ্যালয়ের ভোটার তালিকায় আমার স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। তবে নির্বাচনের বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি। এ বিষয়ে নির্বাচনের প্রিজাইটিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মোঃ বেনজির আহম্মেদ বলেন, পর্যাপ্ত প্রচার প্রচারনা না করায় ম্যানেজিং কমিটি গঠনে পুনঃ তপশীল ঘোষনা করা হয়েছে। আগামী ৩০ মার্চ ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।