

শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » মিডিয়া » চলতি বছর থেকেই খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের মেয়াদকাল দুই বছর
চলতি বছর থেকেই খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের মেয়াদকাল দুই বছর
এস ডব্লিউ; খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা শনিবার ১৯ মার্চ স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাসহ নিহত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সময়ের প্রয়োজনে খুলনা প্রেসক্লাবকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ক্লাবের গঠনতন্ত্রের ২০ (ক) এবং (খ) ধারা মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য প্রস্তাবনা সমূহ উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ২১ থেকে বৃদ্ধি করে ২৫ জনে উন্নীত করা হয়। সভায় খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের মেয়াদকাল এক বছর থেকে উন্নীত করে দুই বছর করা হয় এবং গত ১ জানুয়ারি থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাবনা উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় গঠনতন্ত্র সংশোধন সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন ও এসএম হাবিব, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য অমিয় কান্তি পাল, সৈয়দ আব্দুল মতিন, মোঃ আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবীর, ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল কুমার দাস, গাজী মনিরুজ্জামান, শেখ আব্দুল্লাহ, কৌশিক দে, বিমল সাহা, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এসএম ফরিদ রানা ও মাছুম বিল্লাহ প্রমুখ। সভায় ক্লাবের মোট ১২৭ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন।