বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মাহমুদ তার সচিবের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, টাকা ছাড়া সচিব কোন কাজ করতে চায় না। ইউনিয়নের সাধারন মানুষ সচিবের স্বেচ্ছাচারিতার কারনে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে প্রাথমিকভাবে সচিবকে সতর্ক করা হলেও তিনি তার অনিয়ম চালিয়ে যেতে থাকে। এ অব্স্থায় সোমবার মনিরুল ইসলাম নামে একজন শারীরিক প্রতিবন্ধী জন্মনিবন্ধনের কাজে ইউনিয়ন পরিষদে আসেন। তিনি সকাল থেকে অপেক্ষা করেও সেবা পাননি। সন্ধ্যায় তিনি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সচিবকে ডেকে ঘটনা জানতে চান। এ সময় সচিব চেয়ারম্যানের সংগে উত্তেজিত হয়ে কথা বলেন। এক পর্যায়ে উভয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকতার হস্তক্ষেপে বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনাটি ভিন্নখাতে নিতে এবং তার সুনাম ক্ষুন্ন করতে একটি পক্ষ সচিবকে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। তাকে হাসপাতালে ভর্তি করে অপপ্রচারে লিপ্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যসহ ইউনিয়নের সাধারণ মানুষ।