বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলা » নড়াইলে সাতদিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
নড়াইলে সাতদিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ফরহাদ খান, নড়াইল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলে সাতদিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলা চত্বর পুকুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্ট নড়াইলের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহসীন আলী ও ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ কুমার।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আবাসিক সাঁতার ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০জন অনূর্ধ্ব-১৪ ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, আশা করছি প্রশিক্ষণের মাধ্যমে ৩০ জন শিক্ষার্থী দক্ষ সাঁতারু হয়ে উঠবে। তাদের নামের আগে ‘সাঁতারু’ শব্দটি উচ্চারিত হবে। ভালো সাঁতারের মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করবে। আর সুনামের পাশাপাশি সাঁতার মানুষের জীবন বাঁচাতেও সহযোগিতা করে।