শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
এস ডব্লিউ; মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নেবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে শনিবার ২৬ মার্চ পাইকগাছায় যধাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্য়োদয়ের সাথে সাথে পাইকগাছা সৃতিষৌধে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, থানা পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ওসি জিয়াউর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুল হাসান টিপূ, উপজেলা বিএনপির ডাঃ আব্দুল মজিদ ও পৌর বিএনপির এডঃ জি এম সাত্তার, বিএনপির অপর গ্রুপ আসলাম,ইমাদুল, কমিউনিস্ট পার্টির এডঃ প্রশান্ত মন্ডল ,প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠন পূষ্প মাল্য অর্পণ করেন। পূষ্প মাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা ও শপথ বাক্য পাঠ করা হয়।সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগনের পরিবারের সদস্যগনের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।দুপুরে উপজেলা দলীয় কার্যলয়ে উপজেলা আ,লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবল মন্টু র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা নেতা শেখ মনিরুল ইসলাম। উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কমরুল ইসলাম টিপু র পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সহ সভাপতি সমিরণ কুমার সাধু, সহ সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন, বিজন বিহারী সরকার, ইকরামুল ইসলাম, ময়নূল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, মাসুমা খাতুন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, এ্যাড, আঃ রশিদ, এস এম শামছুর রহমান, জগদীশ রায়, ময়না বেগম, নাজমা বেগম, পার্থ প্রতীম চক্রবর্তীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।