বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » দাকোপে ইআরসিসি প্রকল্পের আওতায় ওয়াটার পলিমার ট্যাংক বিতরন
দাকোপে ইআরসিসি প্রকল্পের আওতায় ওয়াটার পলিমার ট্যাংক বিতরন
দাকোপ প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের প্রভাব মেকাবেলায় দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন কোয়িকার (কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এসেন্সি) আর্থিক সহায়তায় উপকুলীয় অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে সক্ষমতা তৈরীর জন্য ইআরসিসি প্রকল্প বাস্তবায়ন করছে।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় নিরাপদ পানির ব্যবস্থা করার লক্ষ্যে দাকোপের পৃথক ৩টি ইউনিয়নে গত ২৯ ও ৩০ মার্চ ওয়াটার পলিমার ট্যাংক বিতরন করা হয়েছে। ২৯ মার্চ তিলডাঙ্গা ও কামারখোলা ইউনিয়ন এবং ৩০ মার্চ সুতারখালী ইউনিয়নের ১১৭ পরিবারের মাঝে ২ হাজার পানি ধারনক্ষম ট্যাংক বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি অরবিন্দু সরদার, নলিয়ান নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই রফিক হোসেন, ইউপি সদস্য হেলাল উদ্দিন সানা, খোকন ঢালী, চন্দনা রানী জোয়াদ্দার, লুৎফর রহমান, জাহিদ হাসান ফকির, মহসিন শেখ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ম্যানেজার মশিউর রহমান, সুশীলনের প্রকল্প ম্যানেজার শঙ্কর কুমার দাস, দাকোপ উপজেলা কো-অর্ডিনেটর রওশন আরা প্রমুখ। উল্লেখ্য খুলনার উপকুলীয় উপজেলা দাকোপ ও কয়রায় সুশীলনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।