রবিবার ● ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মরা মুরগী বিক্রির অপরাধে দোকান বন্ধ করে দিলো প্রশাসন
পাইকগাছায় মরা মুরগী বিক্রির অপরাধে দোকান বন্ধ করে দিলো প্রশাসন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরে মরা মুরগী বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে দোকান বন্ধ করে দিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু। গত শনিবার বিকালে পৌর মাংস বাজারে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, পাইকগাছার পৌরসভার মাংস বাজারে মরা মুরগীর মাংস দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে আসছে। বিশেষ করে অধিকাংশ খাবার হোটেলে এগুলো বিক্রি হয়ে থাকে বলে জানা গেছে। মুরগী ক্রেতা ইসমাইল হোসেন খোকা জানান, পহেলা রমজান উপলক্ষে শনিবার বিকাল ৪ টায় পৌর সদরে মুরগী ব্যবসায়ী খায়রুল আলমের নিকট ২ কেজি ২শ গ্রাম ওজনের মুরগী কেনে। যা ওদের মাধ্যমে পরিস্কার করতে দেয়া হয়। অল্প সময়ের মধ্যে মুরগী পরিস্কার করে প্যাকেট করে দেয়। এতে তার সন্দেহ হলে ঘরের ভিতর ঢুকে দেখে পাশে দু বস্তায় জবাই করা মুরগী। সে বিষয়টি জানতে চাইলে ভুল হয়ে গেছে, আর এমন হবেনা এমন বলতে থাকে। সে তাৎক্ষনিক পৌর প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু কে জানান। তিনি ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করান। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ঘটনা স্থলে উপস্থিত হওয়ার আগেই ব্যবসায়ী খায়রুল ইসলাম পালিয়ে যায়। ব্যবসায়ীকে না পেয়ে তার দোকান বন্ধের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন মরা মুরগী বিক্রির কথা শুনেছি। তাকে দোকানে না পেয়ে পৌর প্যানেল মেয়রকে ঘর বন্ধ করে দেয়ার জন্য বলেছি। তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।