সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে কৃষকের ২১০০ মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
কেশবপুরে কৃষকের ২১০০ মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
এম.আব্দুল করিম, কেশবপুর থেকে: যশোরের কেশবপুরে বিনামূল্যে উন্নতজাতের পাট বীজ বিতরণ করা হয়েছে। পাট চাষের সোনালী অতীত ফিরাতে এবং পাট চাষ বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ২ হাজার ১০০ জন কৃষকের মঝে বিনামূল্যে দেওয়া হয়েছে এসব পাটবীজ। পাটের বাজারমূল্য বেশি পাওয়ায় গতবছর লক্ষ্য মাত্রার চেয়ে ৭০০ হেক্টর জমিতে করা হয়েছিল পাটের আবাদ। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ওই সব জমিতে পাটের বা¤পার ফলন হয়েছিল। উপজেলা ১১টি ইউনিয়ন এর মধ্যে হাসানপুর, ত্রিমোহিনী, মঙ্গলকোট, পাঁজিয়া, সাতবাড়িয়া ও মজিদপুর ইউনিয়নে সম্প্রতি তালিকা অনুযায়ী কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে তোষা জাতের পাট বীজ এবং ১২ কেজি করে মিশ্র সার দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে উপজেলার অন্য ইউনিয়নে পাট বীজ ও সার বিতরণ করা হবে জানিয়েছেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম রঞ্জু। গেল সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন পরিষদ চত্বরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। পরে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্যব্যক্তিদের নিয়ে কৃষকদের মাঝে এসব বিতরণ অব্যাহত রয়েছে। গতবছর এ উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৭০০ হেক্টর বেশী জমিতে পাটের আবাদ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, পাটের বাজারমূল্য বেশি হওয়ায় এ উপজেলার চাষীরা পাট আবাদে ঝুঁকেছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত হলে বিগত বছরের ন্যায় এবারও আশা করছি চাষীরা পাট বিক্রি করে ভালো দাম পাবেন।