রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
কেশবপুরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
এম,আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে বোরো ধান কাটা শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন মাঠ ও বিল এলাকায় দেখা গেছে কৃষকদের ধান কাটতে। নতুন ধান ঘরে উঠবে একারণে কৃষকদের মুখে ধ্বনিত হচ্ছে জারি, সারি, বাউল গানের সুরও। ধানের ফলনও ভালো বলে কৃষকরা জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কেশবপুরে ১৪ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬২০ হেক্টর হাইব্রীড ও ৯ হাজার ৯০০ হেক্টর উফশী জাতের। ইতিমধ্যে উপজেলার ভালুকঘর, চিংড়া, পরচক্রা, ভোগতী, সুজাপুর, দোরমুটিয়া, বালিয়াডাঙ্গা ও মূলগ্রাম বিলে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। আবাদকৃত ব্রী ধান- ২৮ ও ৬৭ জাতের ধান আগাম পাকায় কাটা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৫০ হেক্টর জমির ধান কেটেছেন কৃষকরা।
উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের বিলে গিয়ে দেখা যায় কৃষক আজিজুর রহমান তার ক্ষেতের ধান কাটছেন। এ সময় কৃষকদের মুখে নতুন ধানের মৌ মৌ গন্ধে জারি, সারি, বাউল গানও উচ্চরিত হতে থাকে। মূলগ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, তার ক্ষেতের ধানে ফলন ভালো হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন, উপজেলায় ১৪ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কালবৈশাখী থেকে বোরো ধান বাচাতে অনেক কৃষক আগাম জাতের ধান রোপন করায় সেই সব ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকরা ব্যাপক হারে পাকা ধান কাটতে পারবেন।