বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার মানসিক ভারসাম্যহীন নুরজাহান বেগম নিখোঁজ
পাইকগাছার মানসিক ভারসাম্যহীন নুরজাহান বেগম নিখোঁজ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নুরজাহান বেগম (৫০) হারিয়ে গেছে। গত ৯ এপ্রিল শনিবার কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যায়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, নুরজাহার বেগম স্বামী পরিত্যাক্তা। সে তার ছেলে জামান গাজীর কাছে আশ্রায়ন প্রকল্পে থাকে। তার ৪ ছেলে ও ১ মেয়ে। তার ছেলেরা ইট ভাটায় কাজ করতে বাহিরে থাকায় বাড়ীতে নুরজাহান বেগম এর বৃদ্ধা মাতা আমেনা বেগম তাকে দেখাশুনা করতেন। তিনি সুযোগ পেলে বাড়ীর বাহিরে চলে যেতেন। তাকে ধরে ধরে বাড়ীতে আনতে হতো। ৯ এপ্রিল বাড়ী থেকে চলে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নুরজাহান বেগম এর মেয়ে নাছিমা বেগম জানান, মা ৮/৯ বছর যাবত মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। সারা বছর তাকে ঔষধ খাওয়াতে হয়। ভাইয়েরা বাড়ী না থাকায় মায়ের ঔষধ ঠিকমত খাওয়ানো না হওয়ায় তার শারীরিক অসুস্থ্যতা আরও বেড়ে গিয়েছে। আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। সাংসার চালানোর পরে মায়ের ঔষধের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়। নুরজাহান বেগম হারিয়ে যাওয়ার দিন তার পরনে কালো ছাপার একটি মেকসি পড়া ছিল। গায়ের রং কালো। কেউ তার সন্ধান পেলে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা তার মেয়ে নাছিমা বেগম, স্বামী- মোঃ মিন্টু সরদার, মোবাইল নম্বর ০১৯৯২-৫৪৬৪২৯।