মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের সভাপতি আবু নাইম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন।
খালেদুর রহমান তিতাসের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক কানাই লাল ভট্ট্রচার্য্য ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম, আব্দুল করিম, সদস্য তন্ময় মিত্র বাপি, আলমগীর হোসেন, সুশান্ত মল্লিক ও আয়ুব খাঁন, আলোর প্রদীপ, আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের সদস্য এসডি সুজন প্রমুখ।