শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে রংধনু আর্ট একাডেমির উদ্বোধন
কেশবপুরে রংধনু আর্ট একাডেমির উদ্বোধন
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ছবি আঁকা ও হাতের লেখা শিখিয়ে দক্ষশিল্পী রুপে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭মে) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই আর্ট একাডেমির শুভ উদ্বোধন করা হয়। এ সময় স্বাগত বক্তৃতা করেন রংধনু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিষ্টি মন্ডল ও নাজমুল হুসাইন। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে একাডেমির শুভ উদ্বোধন করেন মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মহসীন হোসেন মোড়ল এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো চিফ আতিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক এস আর সাঈদ ও শামীম আখতার মুকুল। আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইব্রাহীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোড়ল, ইউপি সদস্য কামরুল বিশ্বাস, উন্নয়ন সংস্থার এর পরিচালক আব্দুর রহিম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক পরেশ দেবনাথ ও সোহেল পারভেজসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।