শনিবার ● ২৫ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থেকে তালা থানার ডাকাতি প্রস্তুতি মামলা আসামী আটক
পাইকগাছা থেকে তালা থানার ডাকাতি প্রস্তুতি মামলা আসামী আটক
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে তালা থানায় ডাকাতি প্রস্তুতি মামলা আসামী আটক হয়েছে। বৃহষ্পতিবার রাতে তালা থানার কানাইদিয়া গ্রামে ডাকতি প্রস্তুতি কালে তালা থানাপুলিশ ৩ জনকে আটক করে। এ সময় আরো কয়েকজন আসামি পালিয়ে যায়। আটক আসামিদের স্বীরক্তিতে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের সামাদ সরদার জড়িত থাকার কথা বলে। এ সময় তালা থানার সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ শুক্রবার রাতে রাড়ুলী গ্রামে অভিযান চালিয়ে আবুল সরদারের ছেলে সামাদ সরদারকে আটক করে। আটক সামাদকে শনিবার দুপুরে তালা থানা পুলিশের নিকট তুলে দেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। উল্ল্যখ্য গত বৃহষ্পতিবার সাতক্ষীরার তালায় জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)কে আটক করে তালা থানা পুলিশ। এ সময় তাদের সহযোগিরা পালিয়ে যায়। আটক ওই ব্যক্তিদের নিকট থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।