রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় আশাশুনি দলিল লেখক সমিতি কার্যালয়ে প্রবীন গ্রাম ডাক্তার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন। জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির প্রচার সম্পাদক রফিক আহমেদের ব্যবস্থাপনায় ও এম.এ মজিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মফিজুল ইসলাম, সাহেব আলি, জাহাঙ্গীর হোসেন টুকু, রবীন্দ্র নাথ বিশ্বাস, আবুল কালাম, দীনেশ কুমার মন্ডল, বিদ্যুৎ চক্রবর্ত্তী, বাবুল হোসেন, রাশিদুজ্জামান মোকাররাম হোসেন, হাবিবুর রহমান, তরুন কুমার বিশ্বাস, আব্দুস ছাত্তার, শেখ আব্দুস সবুর প্রমুখ। সভায় সমিতির সভাপতি গ্রাম ডাক্তার আশুতোষের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন ও শোক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সমিতির কমিটির না থাকায় সিরাজুল ইসলামকে আহবায়ক, রফিক আহমেদকে সদস্য সচিব, মফিজুল ইসলাম ও এম.এ মজিদকে সহ-সদস্য সচিব, আবুল কালামকে কোষাধ্যক্ষ, খলিফাতুল্লাহ ও বিদ্যুৎ চক্রবর্ত্তীকে সহ কোষাধ্যক্ষ এবং সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়।