বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » সাহিত্য » প্রয়োজনে আপন
প্রয়োজনে আপন
প্রকাশ ঘোষ বিধান=
প্রয়োজনটাই হলো বড় আপন
মিষ্টি কথায় সবিনয়
সার্থের আড়ালে হাসিল করতে
মুখোশ পরা অভিনয়।
সুযোগ নিয়ে খ্যাতির পাটাতনে
চোখে তোমার মায়া-কায়া
উড়নচন্ডী বাউল আমি
পথের ধুলোয় ছন্নছাড়া।
তুমি তোমাতে করছো খেলা
রুপের মায়ায় ছলাকলা
সিঁড়ি ডিঙ্গিয়ে ছাদ পেরিয়ে
শ্রাবণের বরষায় প্রাণ খোলা।
কাজ শেষে রাখোনা মনে
ধুলোয় মুড়ানো পথ
শঠ তঞ্চকের রুপের বশে
তোমার অঙ্গুরিতে ঘোরে মতামত।