বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভালো হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভালো হয়েছে
পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে। আউশের আশানারূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামারকর্তৃপক্ষ আশাবাদী।
খামার সূত্রে জানাগেছে, চলতি আউশ মৌসুমে খামারে ১২ একর জমিতে ধানের আবাদ হয়েছে। ২ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। ব্রিধান ৪৮ জাতের ধান আবাদ করা হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো: হারুন জানান, খামারে ১২ এক জমিতে আউশের আবাদ করা হয়েছে। উপকূলের লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। প্রতিকুল আবহাওয়া পরও সর্বক্ষনিক তদারকি করায় আউশের ফলন ভাল হয়েছে। আউশ ধান কর্তন শেষ হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সে কারনে ধান কাটতে একটু দেরি হয়েছে। খামারের উৎপাদিত আউশের ফলন থেকে বীজ তৈরী লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি জানান।