বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সাহিত্য » লুকিয়ে থাকি
লুকিয়ে থাকি
প্রকাশ ঘোষ বিধান=
বারে বারে করে ভূল
ডুবে যাই লজ্জায়
লোক চক্ষুর আড়ালে
লুকিয়ে থাকি শয্যায়।
ভূলে যাই ভালোবাসায়
বাড়ালে তুমি হাত,
এলোমেলো সবকিছু
সে কি জাতপাত।
কাশবনে দেখি শরত রাণী
চোখ জুড়ানো মুখ,
শুভ্র শাড়ীতে লাল পায়ে
পুড়েছে আমার বুক।
শরত ছুয়ে হেমন্ত গেলো
শীতে এলো রুক্ষতা
বসন্ত বাতাসে লাগলো দোলা
নতুনে বাড়ে ব্যস্ততা।
তপ্ত রোদে ঝাঝালো কণ্ঠ
ধমকে কাটলো রেশ,
ভালোবাসা খুজতে অপমান
তারপরও আছি বেশ।