সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সাহিত্য » আর্চায প্রফুল্লচন্দ্র সাহিত্য সম্মেলন
আর্চায প্রফুল্লচন্দ্র সাহিত্য সম্মেলন
আর্চায প্রফুল্লচন্দ্র রায়ের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে সাহিত্য সস্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের মধ্যে ছিলো আর্চায প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান,স্মরণিকার মোড়ক উন্মোচন,পদক প্রদান ও আলোচনা সভা। আর্চায প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদ আয়োজিত তালা শালিখা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,৩১ অক্টোবর সোমবার সকালে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।প্রধান আলোচক ছিলেন,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাতক্ষীরা বাকাশস এর সভাপতি এনামুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন,পাইকগাছার রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাতক্ষীরাউন্নন সংস্থার নির্বাহী পরিচালক শেথ ইমান আলী, শালিখা কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান,লেখক ও গবেষক অধ্যাপককাজীশওকত শাহী, প্রভাষক মো; রাজীব হোসেন রাজু, লেখক ও প্রাবন্দিক প্রভাষক তাপস মজুমদার, অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক,লেখক এবং কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।বক্তব্য রাখেন, চামেলী রানী কর, তাহেরুজ্জমান, মাধুরি রানী সাধু, পঞ্চানন সরকার, সুশান্ত বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে কবি খসরু পারভেজ কে আর্চায প্রফুল্লচন্দ্র স্মৃতি পদক ও সস্মাননা সনদ প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, আর্চায প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক রণজিৎ মণ্ডল, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,প্রভাষক পলাশ দাশ ও বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন।