মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় রাস পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত
পাইকগাছায় রাস পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা সদরে শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ আয়োজনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উদ্বোধক ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন , ইউএনও মমতাজ বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখা সভাপতি সমীরণ কুমার সাধু, জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান ও কবিতা দাশ। স্বাগত বক্তৃতা করেন কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্র নাথ সানা। পূজা পরিষদের পৌর সম্পাদক জগদীশ রায় ও মৃতুঞ্জয় সরদারের সঞ্চালনায় বক্তৃতা করেন ,সহকারী অধ্যাপক তাপস মন্ডল, প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বিজন কান্তি বিশ্বাস, শ্যামপদ মন্ডল, প্রশান্ত মন্ডল, দিপক সরদার, মুকুন্দবিহারী মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সুজন কুমার সানা, বিজন নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজন সানা, বিভূতি সানা, যুবলীগের আজিজুল হাকিম, মৃনাল সানা, তরুণ মন্ডল, বিরাজ সানা, অজিত মন্ডল, দুলাল সানা, কোমল কান্তি মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, বিক্রম সানা, মনোতোষ বৈদ্য, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ। পূজাস্বপন চক্রবর্ত্তী’র পরিচালনায় সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা,৮ টায় অঞ্জলি, ৯টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে।