বুধবার ● ৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নাগরিক উদ্যোগ এর মতবিনিময় সভা
পাইকগাছায় নাগরিক উদ্যোগ এর মতবিনিময় সভা
পাইকগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকালে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘ নাগরিক উদ্যোগ ‘এর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইন্সপেক্টর( তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার বানু ও মানবাধিকার কর্মী এ্যাডঃ শফিকুল ইসলাম কচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার জেলা ভলান্টিয়ার জয়দেব দাস ও চেইঞ্জ এজেন্ট সুকলা মিশ্র। সভায গনমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।