শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার জন্মভূমিতে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মেজর অবঃ আরেফিন
পাইকগাছার জন্মভূমিতে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মেজর অবঃ আরেফিন
পাইকগাছায় জন্মভূমির নাড়ির টানে গ্রামে পৌছে হাজারো মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এ, এস,এম সামসুল আরেফিন। শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউপি’র গ্রামের বাড়ী বেতবুনিয়াতে পৌছালে এলাকার সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগের তৃনমুলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আরেফিন কে স্বাগত জানান। দুপুরে এলাকাবাসী’র দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মেজর সামসুল আরেফিন ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় খুলনা এ অঞ্চলে তাঁর ভূমিকা স্মৃতি চারণ করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সরকারের উন্নয়ন কর্মকান্ডে শরীক হয়ে প্রচার-প্রচারনায় শরীক হতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনা ও সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পাইকগাছা-কয়রার এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষিরা ( তালা-কলারোয়ার) সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা,রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সবেক চেয়ারম্যান গোলাম রব্বানী,পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজীবুল ইসলাম,খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ড্ মাহবুবুল ইসলাম,ডাঃ অধ্যাপক শেখ মোহাঃ শহিদউল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,সহ সভাপতি সমীরন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, আবু জাফর সিদ্দিকী রাজু,জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুনসুর আলী গাজী, রুহুল আমিন গাজী, নির্মল চন্দ্র মন্ডল সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ অনেকে। এর পুর্বে সকালে মেজর আরেফিন সহ নেতৃবৃন্দ পৌরসভার জিরোপয়েন্ট নির্মানাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল দর্শন করেন।