রবিবার ● ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জেল-জরিমানা
পাইকগাছায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জেল-জরিমানা
পাইকগাছায় মাদক সেবনের দায়ে ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী অভিযানে শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটিস্থ পৌর মেয়রের প্রজেক্টের ইটের রাস্তার উপর থেকে শিববাটির অন্তু মন্ডল (২১) , দুর্জয় গাইন (১৯) ও বাতিখালী ৬নং ওয়ার্ড এর সাদনান সাকিব (১৯) কে গাঁজা সেবন কালে হাতে-নাতে আটক করা হয়। গাঁজা সহ আটক তিনজনের প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকাজরিমানা করেন ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এছাড়া বাতিখালী কলেজ রোড থেকে আটক ৩ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন এস আই মোস্তাফিজুর রহমান, এএসআই নাজমুল, পেশকার মোঃ আঃ হাকিম ও আনসার রকিব সহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, মাদকবিরোধী অভিযানে তাদের সরাসরি আটক করে সাজা দেয়া হয়। বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে মাদকাসক্ততা হার অনেক বেড়ে গেছে। সরকারি নির্দেশনা মোতাবেক এটি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এটি নির্মূলে প্রত্যেক অভিভাবক সহ পারিবারিক ও সামাজিক ভাবে সকলের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের সকালে আদলতের মাধ্যমে এর জেল হাজতে পাঠানো হয়েছে।