বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে ইউএনও : এবার ডিলারকে জেল জরিমানা
পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে ইউএনও : এবার ডিলারকে জেল জরিমানা
পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচিতে ওজন কম দেওয়া সহ নানা অনিয়ম দূর করতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার চাঁদখালী বাজারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার এসএম শরিফুল ইসলাম ১৫ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি চাল বিক্রয় কালে ওজনে কম দেয় বলে অভিযোগ ওঠে। এ খবর পেয়ে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। তাৎক্ষনিকভাবে তিনি ভোক্তা অধিকার আইনের আওতায় চাঁদখালী বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার এসএম শরিফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, বুধবার উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে সকাল ১০ টা থেকে চাউল দেয়া শুরু হয়। প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৯ বা ২৮ কেজি চাল দেয়ায় এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমান হওয়ায় ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একমাসের জেল প্রদান করা হয়। তবে তিনি অর্থ দন্ড দিয়ে মুক্ত হন। একই সাথে তিনি তার লাইসেন্স বাতিল করার আশ্বাস দেন স্থানীদের। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম, আনসার সুচিন, জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স। খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়ম দূর করা সহ স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন ইউএনও মমতাজ বেগম।