শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা
কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা
কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষ্যে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। কপিলমুনি বধ্যভূমি থেকে র্র্যালী শুরু হয়ে কপিলমুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কপিলমুনি বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ফারুক সরদারের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার, ইউপি সদস্য রবিন অধিকারীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সুধীবৃন্দ।