সোমবার ● ২৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনিতে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনি : আশাশুনিতে মৎস্য চাষীদেরকে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছ চাষীরা অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। মৎস্য চাষে ঘের প্রস্তুত, ঘেরের ব্যবস্থাপনা, আধুনিক মাছ চাষের পদ্ধতি, মাছের রোগ বালাই দমন, মাছ ধরা, বাজারজাত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।