মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সাহিত্য » কবি মুহম্মাদ শফি’কে যশোর জেলা সমিতি পদক প্রদান
কবি মুহম্মাদ শফি’কে যশোর জেলা সমিতি পদক প্রদান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ঢাকাস্থ যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভায় বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি’কে ‘যশোর জেলা সমিতি পদক’ প্রদান করা হয়েছে। গত শুক্রবার সাভারের লার্জ পল্লীতে অনুষ্ঠিত এ সভায় যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে এই পুরস্কারটি তার হাতে তুলে দেন। ঢাকাস্থ যশোর জেলা সমিতির সভাপতি ডা. এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ঢাকাস্থ যশোর জেলা সমিতির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান। পুরস্কার প্রাপ্ত মুহম্মদ শফি, মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে প্রাক্তন শিক্ষক ছিলেন। তিনি একাধারে একজন কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক। কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর (ভবানীপুর) ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আঞ্চলিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তার এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় শতাধিক। বর্তমানে তিনি চাকুরী জীবন থেকে অবসরে থাকলেও সামাজিক বিভিন্ন কর্মের সাথ জড়িত রয়েছেন।