বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রকাশ্যে ধুমপান ও মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
পাইকগাছায় প্রকাশ্যে ধুমপান ও মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
পাইকগাছার পৌরসদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেইন রোডে ও বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রকাশ্যে ধুমপান করায় ৩ জনকে ৩শ টাকা ও মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় একজন কে ৫শ টাকা জরিমানা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, পুলিশ, আনসার জাহাঙ্গীর, সুমন সহ সঙ্গীয় ফোর্স।এ সময় সরকারি নিয়মনীতি মেনে চলা, গাড়ীর লাইসেন্স করা সহ ট্রাফিক আইন মেনে চলা ও সচেতনতা মূলক নির্দেশনার কথা বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।