রবিবার ● ১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৬ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ৬ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি ইট ভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছিফুর রহমান। বিকেল ৪ টাকায় চাঁদখালীর আল্লাহর দান ভাটা মালিক আব্দুল জলিল সরদারকে ১ লাখ ২৫ হাজার টাকা, একই এলাকার মেসার্স সামিনা ব্রিকসের মালিক সিরাজুল ইসলাম ১ লাখ টাকা, বিবিএম ব্রিকসের মালিক মান্নানকে ১লাখ টাকা,এ এস এম ব্রিকসের মালিক মুনছুর গাজীকে ১লাখ টাকা, িমেসার্স সরদার ব্রিকস মালিক শাহজাদা আবু ইলিয়াস কে ১ লাখ টাকা ও গদাইপুরের পুরাইকাটির এনএসবি/ ফাইভ ষ্টার ব্রিকস মালিক এসএম মুজিবুর রহমানকে তথা নতুন নাম করণ ফাইভ ষ্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদ্স্যবৃন্দ। এদিকে সরদার ব্রিকস মালিক জরিমানার টাকা প্রদান না করায় ম্যানেজার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।