সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভোক্তা অধিকার আইনে মর্ডাণ বেকারির মালিককে ৫০হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভোক্তা অধিকার আইনে মর্ডাণ বেকারির মালিককে ৫০হাজার টাকা জরিমানা
পাইকগাছায় উপজেলা সদরের বিভিন্ন বেকারি, হোটেল, মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক সোমবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলা কার্যালয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে সরকারি আইন ও বিধিমালা অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যদ্রব্যের উৎপাদন তারিখ ইচ্ছাকৃত ভূল করার অপরাধে অভিযুক্ত মর্ডাণ বেকারির মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সাথে ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য জাহাঙ্গীর ও আকতার সহ জেলা ও উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।