মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলা » লেখাপড়ার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন -সিটি মেয়র
লেখাপড়ার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন -সিটি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। খেলাধুলার প্রসারের জন্য বিভাগীয় স্টেডিয়ামসহ খুলনায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয়ের মতো কিছু ঘটনা দৃশ্যমান হচ্ছে তা প্রতিরোধে খেলাধুলার প্রসার হওয়া প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকতার সাথে কাজ করছে। ক্রীড়া ক্ষেত্রে সফলতার জন্যই বিশে^র অনেকেই এখন বাংলাদেশকে চেনে। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি দেশীয় জনপ্রিয় খেলাধুলার প্রসারে গুরুত্ব দিয়েছে।
মেয়র ২০ জানুয়ারি শুক্রবার রাতে খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পাবলা সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বলেন, খেলাধুলার সাথে পড়ালেখার একটি সুসম্পর্ক রয়েছে। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে এবং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও অধ্যবসায় শিক্ষা দেয়। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর পদ্মাসেতু, রূপসাসেতু, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বিশিষ্ট সমাজসেবক দাউদ হায়দার, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শামসুদ্দীন আহম্মেদ প্রিন্স, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পাবলা সবুজ সংঘ ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম শরীফুল ইসলাম খোকা। এসময় ক্লাবের উপদেষ্টা, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।