শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » “স্বাধীনতা তুমি”
“স্বাধীনতা তুমি”
“স্বাধীনতা তুমি”
পূজা বসু
৭ম শ্রেণী
পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
স্বাধীনতা তোমার কথা মনে পড়লে
গর্ভে ভরে বুক।
স্বাধীনতা ছাড়া কোনো জাতি,
জীবনে পাইনি সুখ।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে,
আমরা আছি বেঁচে।
স্বাধীনতা তুমি না এলে
আমাদের চিহ্ন যেত মুছে।
স্বাধীনতা তুমি এনে দিলে
সোনার বাংলাদেশ।
স্বাধীনতা মানে হলো
মুক্ত পরিবেশ।
স্বাধীনতা তুমি রক্তিম সূর্য্য
উদিত হয়েছে বেশ।
স্বাধীনতা তুমি যাবে না অস্ত
আলোকিত করবে দেশ।
স্বাধীনতা তোমার মৃত্যু নেই
বাঁচবেই চিরকাল।
স্বাধীনতা তোমার সঙ্গে আছে,
দামাল ছেলের দল।
স্বাধীনতা তুমি আমার
বাংলা মায়ের অলংকার।
স্বাধীনতা তোমার জন্যে
আমার বাংলা হলো সোনার।
স্বাধীনতা তোমার ডাকে জীবন দিল
বীর বাঙালির দল।
স্বাধীনতা তোমার হাতে বিজয় নিশান,
উড়বে চিরকাল।