সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন,বিক্ষোভ: স্মারকলিপি প্রদান
লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন,বিক্ষোভ: স্মারকলিপি প্রদান
লবণ পানি উত্তোলন বন্ধে সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাইকগাছা উপজেলার ২০, ২১ ও ২৩ নং পোল্ডারে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে ঘের মালিকরা বানিজ্যিক ভাবে চিংড়ি চাষ করছে। আদালতের রায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার সকালে উপজেলার কোর্ট সামনে প্রধান সড়কে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে বক্তৃতা করেন, ভূমিহীন সংগঠনের রবিউল ইসলাম গাজী, আশুতোষ মন্ডল, সবিতা ঢালী, রোকেয়া বেগম, কমিউনিস্ট পার্টির নেতা গোলজার রহমান, আফজাল হোসেন, মানবাধিকার কর্মী এড. শফিকুল ইসলাম কচি, কামরুল ইসলাম, সমরেশ চন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন সরকার ও শিবু প্রসাদ সরকার, নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম ও কর্মী রাশেদুজ্জামান। এসময়ে বক্ততারা লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষি জমি রক্ষা করা, অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন, স্লুইচ গেট গূলি অবিলম্বে মেরামত ও স্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে তাদের বক্তব্যে তুলে ধরেন।