সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসছে
পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসছে
খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুত প্রস্তাবিত সেতু বাস্তবায়নের জন্য সেতু বিভাগ সাম্ভব্য স্থান পরিদর্শন করেছেন। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সেতু বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ ভিকারুদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে মাষ্টার প্লান প্রনয়ন প্রকল্পের উচ্চ পদস্থ প্রতিনিধিদল উপজেলার সোলাদানা ইউপি’র বেতবুনিয়া-গড়ইখালী খেয়াঘাট ও সোলাদানা-দারুন মল্লিক ট্রলারঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সেতু বিভাগের মাষ্টারপ্লান প্রকল্পের পরিচালক মোঃ লিয়াকত আলী, সেতু বিভাগের অতিঃ পরিচালক মোঃ কুতুব আল-হোসাইন,উপজেলা চেযারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,সেতু বিভাগের সহকারী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দীন,ব্রীজ ইঞ্জিনিয়ার সানভাডোর আবিজা ভিক্টোরিয়া ( স্পেন), ওসি জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী,জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী,কে,এম আরিফুজ্জমান তুহিন, জি,এম আঃ ছালাম কেরু সহ সংশ্লিষ্টরা। স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেতু বিভাগের যুগ্ম সচিব ভিকারুদ্দৌলা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী’র ঘোষনা বাস্তবায়নের জন্য দু’টি সাইড পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মতামত নিয়েছি। তিনি আরোও বলেন, এ অঞ্চলের মানুষের সুভিধার্থে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অর্থনৈতিক দিক বিবেচনা করে টিম প্রতিবেদনের আলোকে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিকে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, মাষ্টারপ্লান প্রকল্প দেড় কিলো মিটারের উপরে সেতু নির্মান করে থাকেন। যেহেতু বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর ১শ ৩০ কোটি টাকা ব্যয়ে ব্রীজের টেন্ডার সম্পন্ন হয়েছে। তিনি আরোও বলেন, ২০১১ সালে খুলনার খালিশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনা বাস্তবায়নে সোলাদানায় ট্রলার ঘাটে শিবসা নদীর উপর ব্রীজ নির্মিত হলে দীপ বেষ্টিত দেলুটির দারুন মল্লিক হয়ে দ্রুত সময়ে খুলনায় পৌছানো যাবে এবং এলাকার ব্যবস্যা বানিজ্যোর সম্প্রসারণ ও সামগ্রিক অর্থনীতির বিকাশ ঘটবে। এর পর্বে সকালে সেতু বিভাগের উচ্চ পদস্থ এ প্রতিনিধি দলটি উপজেলার লস্করের বাইনতলা খেয়াঘাটে ৭শ৬৯ মিটার টেন্ডার সম্পন্ন ব্রীজের স্থান পরিদর্শন করেন।