বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » ঠকাও তুমি
ঠকাও তুমি
প্রকাশ ঘোষ বিধান
জানি আমি সব, ঠকাও তুমি
ছলনায় হই অপলক মমি।
নিখুত অভিনয়ে তোমাতে মুগ্ধ
পাওয়ার আশে হৃদয় দগ্ধ।
মধুর হও প্রযোজনে জানি
তোমার হাসিতে পাগল মানি।
বুঝে তবুও, চোথে জল আনি
অবুঝ হয়ে শুনি তোমার বাণী।