শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দু’টি গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় এবং নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এছাড়া ইউনিসেফ বাংলাদেশের নড়াইল প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রতিযোগীদের মাঝে জার্সি দেয়া হয়।