শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী
প্রথম পাতা » সাহিত্য »
পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী
৩৫৮ বার পঠিত
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী
নানা আয়োজনে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের বার্ষিক বনভোজন উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের নারকেল বন চত্ত্বরে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:নাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, বীর মুক্তিযোদ্ধা লেখক সরদার মোহাম্মাদ নাজিম উদ্দীন বিশিষ্ট সমাজ সেবক ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কান্তি সাধু, বিশিষ্ট সমাজ সেবক তুষার কান্তি সাধু, সাবেক ব্যাংকার বিকাশেন্দু সরকার, সাবেক ব্যাংকার চিত্ত মণ্ডল, সমাজ সেবক শাহাজান আলী।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু ও পঞ্চনন সরকারের পরিচালনায় বনভোজন উৎসবে কবিতা ও গান পরিবেশন করেন ঐশি আক্তার লিমা, অসিম রায়, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি, কথাকলি সাধু, শাহিনুর রহমান, দেবাশীষ সাধু। আরও উপস্থিত ছিলেন সুকনাথ পাল, সীমান্ত দেবনাথ, আব্দুল বারিক,কার্তিক বাছাড় প্রমুখ।