মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » চুকনগরের হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির হত্যাকান্ডকেও হার মানিয়েছে : প্রধান বিচারপতি
চুকনগরের হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির হত্যাকান্ডকেও হার মানিয়েছে : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে গণহত্যা বিশ্বের ইতিহাসে সব চেয়ে বড় হত্যাযজ্ঞ। একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। এই হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড।
মঙ্গলবার সকাল ৯টার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুকনগর গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন, সম মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে তিনি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সভাশেষে তিনি সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।