মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সার ডিলারের জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সার ডিলারের জরিমানা
পাইকগাছায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাইকগাছায পৌর সদরের মেসার্স বীরেদ্রনাথ ট্রেডার্স এর বিসিআইসি সার ডিলারের দোকানে ডিএপি সার ১৬ টাকার সার ২৩ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে পৌর সদরের মেসার্স বীরেন্দ্র নাথ ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারিরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ঘটনাস্থলে পৌছান। সরাসরি ক্রেতা-বিক্রেতার কথোপকথন শুনে তিনি বেশি দামে সার বিক্রির অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমান আদালতে সার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ ভ্রাম্যমান আদালতের সংশ্লিষ্টরা।