শনিবার ● ৬ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গৃহবধুর উপরে হামলা করে কানের দুল ছিনতাই; আটক দুই
পাইকগাছায় গৃহবধুর উপরে হামলা করে কানের দুল ছিনতাই; আটক দুই
পাইকগাছায় রাতের বেলায় রন্ধন অবস্থায় গৃহবধুর উপরে হামলা করে কানের দুল ছিনতাই করার ঘটেনায় দুই জনকে আটক করেছে পুলিশ ।দুল নেয়ার সময় গৃহবধুর কান ছিড়ে ফেলে ও আঘাতে সামনের চারটি দাঁতসহ মাড়ি ভেঙ্গে গেছে। আহত গৃহবধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৩ মে বুধবার উপজেলার গদাইপুর গ্রামের কামার পাড়ায় রাত পৌনে ৯টায় সদানন্দ বিশ্বাসের স্ত্রী সাবিত্রী রানী বিশ্বাস (৫৫) রান্না ঘরে বসে রান্না করছিল। ছিনতাইকারিরা রান্না ঘরে ঘুকে গৃহবধুর মুখে সজোরে লাঠি দিয়ে বাড়ি মারে। এ গৃহবধু মাচিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এ সময় ছিনতা্ইকারিরা গৃহবধুর কানের দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়। পরে গৃহবধুর গুঙ্গানী শুনে পাশের বাড়ীর লোক এসে তাকে পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে তাকে সিটি মেডিকেলে অপরেশন করা হযেছে। তার নিচের পাটির মাড়িসহ চাটি দাত ভেঙ্গে গেছে।
এ ঘটনায় জড়িত পাইকগাছা ডাকাত দলের সদস্য ও অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এর মধ্যে ছিনতাইকারি ইমামুল ডুমুরিয়ার ইকরামুল ইসলামের ছেলে।সে গদাইপুর তার নানা রহমত গাজীর বাড়ীতে থাকে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য পরোয়ানার আসামি হাবিল শেখ (৫১) ও গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামেে অস্ত্রসহ ৫ মামলার পরোয়ানার আসামি ইমামুল হক (৩৫) কে বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র, মারামারি, মাদকসহ থানায় ১০ টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়: #https://www.swnews24.com/cloud/archives/2023/05/ssddfh7