সোমবার ● ৮ মে ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ
খুলনায় কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ
জনউদ্যোগ খুলনার আয়োজনে কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কিশোরীদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ-২০২৩ এর সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু।
সভা পরিচালনা করেন জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য।
প্রশিক্ষণে বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে আত্মরক্ষার কিছু মৌলিক কৌশল জানা থাকলে আত্মবিশ্বাস বাড়ে আত্মরক্ষার কৌশল জানা থাকলে মেয়েদের আত্মবিশ্বাস গড়ে ওঠে। যৌন হেনেস্তাকারীদের বোঝানোর জন্য এখন নারীদেরও মার্শাল আর্টের কৌশল গ্রহণ করতে হবে। নারী ও মেয়ে শিশুদের নিগ্রহের ঘটনা যেন থামছেই না। পথে-ঘাটে, বাসে, গণপরিবহনে, জনবহুল জায়গা এমনকি শান্তির নীড় বাসাতেও প্রতিনিয়ত অজ্ঞাত বা আপনজনের দ্বারা নিগ্রহের শিকার হচ্ছে মেয়েরা। নিশ্চিন্তে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না।
নারীদের ধর্ষক বা হেনস্থাকারীদের মোকাবিলার করার শক্তি অর্জন করতে হবে। বিপদে পড়লে বেঁচে আসার জোর যেন থাকে, সেই কৌশল রপ্ত করার এখন সময় এসেছে। অনেক ক্ষেত্রে আত্মরক্ষার কিছু মৌলিক কৌশল জানা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। একবার এই কৌশল রপ্ত করতে পারলে প্রয়োজনের সময় তারা এই কৌশলকে কাজেও লাগতে পারবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার, সহকারি শিক্ষক তুনু, দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন এর প্রিন্সিপ্যাল দিলারা নাসরিন, প্রশিক্ষক ব্লাকবেল্ট আব্দুল্লাহ- আল – দানীল, সহকারি প্রশিক্ষক শায়াত হোসেন অর্ক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
বক্তারা আরো বলেন, ছয় বছর বয়স থেকে শুরু করে সব বয়সের ছেলে ও মেয়েদের আমরা জুডো ও কারাতে প্রশিক্ষণ দিই। প্রায়ই মেয়েরা এসে জানায়, রাস্তায় কেউ খারাপ মন্তব্য করলে কষে চড় দিয়েছেন বা ঘুরে দাঁড়িয়েছেন। অর্থাৎ ‘এই প্রশিক্ষণ স্পোর্টস মার্শাল আর্টের’ ওপর হলেও মেয়েদের আত্মরক্ষার আত্মবিশ্বাস গড়ে তুলতে বেশ কার্যকর ভূমিকায় রাখছে।