শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ৯ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ প্রয়োগ করে সোনা ও অর্খ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ প্রয়োগ করে সোনা ও অর্খ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
২৭০ বার পঠিত
মঙ্গলবার ● ৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ প্রয়োগ করে সোনা ও অর্খ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

 

পাইকগাছায় নয়া আতঙ্ক ‘শয়তানের নিঃশ্বাস’ বা ডেভিলস ব্রেথ  প্রয়োগ করে মহিলা বা ব্যবসাহীকে--- বশে এনে সোনা ও অর্খ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। প্রতারণার নতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে একটি ভয়ংকর অপরাধী চক্র। পাইকগাছায় কয়েক মাসে ৪-৫ জন মহিলাকে ডেভিল ডেথ প্রয়োগ করে সোনার বারের প্রতারণার ফাদে ফেলে সোনা ও অর্খ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। সোনা আছে এমন একা মহিলা ও বয়ষ্ক মানুষকে প্রতারক চক্র ফাদে ফেলছে।

সোমবার দুপুরে পাইকগাছা বাজার থেকে বাড়ীতে ফিরার পথে এমনই এক প্রতারকের খপ্পড়ে পড়েছেন গোপালপুর গ্রামের আব্দুর সবুর গাজীর স্ত্রী ফাতেমা বেগম (৫৭)। তিনি ভ্যান যোগে বাড়ীতে আসছিলেন। পতিমধ্যে ভ্যানে এক জন লোক উঠে তার হাতে সোনার একটি বার দেখতে দেয়। তারপর ফাতেমা বেগম আর কিছু বলতে পারে না। প্রতারক তার কাছ থেকে নগদ টাকা ও কানের সোনার দুল খুলে নিয়ে ইজিবাইকে তুলে পাইকগাছা বাজারের মাঝ পথে নামিয়ে দেয়।কিছুক্ষন পর তার জ্ঞান ফিরে আসলে তিনি দেখেন তার কানের দুল ও নগদ টাকা নেই। কে নিয়েছে, কিভাবে নিয়েছে, লোকটা দেখতে কেমন তার কিছুই মনে নেই। এ ঘটনায় ভুক্তভূগী পরিবার পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।

 শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটি হায়োসিন, ডেভিলস ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, বুরুন্ডাঙ্গা, রোবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত।এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে।এ পন্থায় একজন প্রতারক কিংবা ছিনতাইকারী ভুক্তভোগীকে চাইলেই কাবু করে নিজের ইশারায় নাচাতে পারেন।প্রতারক যে নির্দেশনাই দেবেন, তা-ই অক্ষরে অক্ষরে পালন করবেন সেই নিরীহ ভুক্তভোগী। বিষয়টি জাদুটোনার মতোই কাজ করে।---

নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয়। যেমন, হ্যান্ডশেকের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, খাবারের সঙ্গে, চিরকুটের মাধ্যমে, কোমল পানীয়র সঙ্গে, বাতাসে ফুঁ দিয়ে।

স্কোপোলামিন তরল ও শুকনো দুই ফরমেটেই পাওয়া যায়। এ ড্রাগটি ৬ থেকে ১২ ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে ২০ থেকে ৬০ মিনিট। খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে দু-তিন দিন।মস্তিষ্ক নিয়ন্ত্রণে শয়তানের নিঃশ্বাসের প্রভাব : স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায়।ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না। এর প্রভাবে শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না বা বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায়ও থাকে না।

 

এ অবস্থায় ভুক্তভোগীর আচরণ হয়ে যায় বশীভূত বা সুতায় বাঁধা পুতুলের মতো। তীব্র হেলুসিনেশন শুরু হয়। অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। মানে আপনি নিজে কিছু করতে পারবেন না, শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো।বর্তমানে নতুন এ পন্থা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

 





অপরাধ এর আরও খবর

নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী
নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ী কে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ী কে জরিমানা
নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার
নড়াইলে ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার
পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানায় গ্রেফতার ৩ পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানায় গ্রেফতার ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)