সোমবার ● ২৯ মে ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার মেলেক পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু
পাইকগাছার মেলেক পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু
পাইকগাছার মেলেক পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক,অভিভাবক ও সুধীজনের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩ টায় বিদ্যালয় পরিদর্শন শেষে অফিস কক্ষে অনুষ্ঠিত সভা বিদ্যালয়ের সভাপতি শেখ শহীদ হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা, ইউ আর সি পরিচালক মোঃ ইমান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদু্জ্জামান, শেখ ফারুখ হোসেন, প্রধান শিক্ষক রাশেদা খানম, সহকারী শিক্ষক এসএম ইদ্রিস আলী, তরুণ সাধু, মনিরা পারভীন, রেবা রানী বিশ্বাস, কড়ুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম শফি ও ইউপি সদস্য কিংশুক রায় (মঙ্গল)। তবে বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শহীদ মিনারের দাবী করেন বিদ্যালয় কতৃপক্ষ।